বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো লাল চক্ষুকে ভয় করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে গাইবান্ধার জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের এই নেতা জানান, আকাশে মাঝে মাঝে শকুনের ছায়া দেখা যায়, তা যেন দেশের মাটিতে পড়তে না পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গাইবান্ধার পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে, এগুলো আল্লাহর রহমত, নিয়ামত। কিন্তু এ নিয়ামতগুলোকে অতীতের ৫৪ বছরের সরকারগুলো সংরক্ষণ করেনি। একসময় যে নদী দিয়ে জাহাজ চলতো, এ নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না। চারটা বড় বড় নদী আল্লাহ উত্তরবঙ্গের মানুষের জন্য নিয়ামত হিসেবে দান করেছিলেন।’
তিনি বলেন, ‘সবগুলো নদীর একই অবস্থা। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে উত্তরবঙ্গে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলোর ওপর। নদীর জীবন ফিরে আসলে উত্তরবঙ্গের জীবন ফিরে আসবে ইনশা আল্লাহ।’
জামায়াত আমির বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেয়ার মহাপরিকল্পনা নেয়া হবে, ইনশা আল্লাহ। কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই, বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশিদের আমাদের প্রতিবেশি হিসেবে দেখতে চাই। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার, ৫৪ বছর যে রাজনৈতিক শাসন, যে বন্দোবস্ত— তা দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না।’
তিনি বলেন, ‘আমরা শহিদদের কাছে ঋণী, এই ঋণ পরিশোধে সবাইকে সদা জাগ্রত পাহাড়াদার হিসেবে প্রস্তুত থাকতে হবে। আকাশ, নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে।’
রেডিওটুডে নিউজ/আনাম

