বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে একটি প্রতারক চক্র টাকা চাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। বিতর্ক তৈরি করতে রাজনৈতিক অপকৌশল হিসেবে এসব অভিযোগ সামনে আনা হচ্ছে।’
তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে।’
এমন বিষয় থেকে সবাইকে সর্তক করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে এসব কার্ড নাগরিকের কাছে পৌঁছে দেবে বিএনপি।’
এসময় তারেক রহমানের চট্টগ্রাম সফর সম্পর্কে মাহদী আমিন বলেন, ‘আজ রাত ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবেন তিনি।’
রেডিওটুডে নিউজ/আনাম

