দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

Radio Today News

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১১, ২৪ জানুয়ারি ২০২৬

Google News
দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আজ শনিবার রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতিমধ্যেই পলোগ্রান্ডে চলছে মঞ্চ তৈরির কাজ। নেতাকে স্বাগত জানাতে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর।

তারেক রহমান শেষবার চট্টগ্রামের গিয়েছিলেন ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের আমলে। সেসময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। 

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই যাচ্ছি।

সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র কোরে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের