দর্শকের মাঝে বেঁচে থাকার মতো একটি কাজ চাই: পরীমণি

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

দর্শকের মাঝে বেঁচে থাকার মতো একটি কাজ চাই: পরীমণি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২২, ২০ জানুয়ারি ২০২৬

Google News
দর্শকের মাঝে বেঁচে থাকার মতো একটি কাজ চাই: পরীমণি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরীমণি। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এসময় সিনেমার নির্মাতা লীসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী পরীমণিসহ সিনেমার অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের জীবনের একটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে পরীমণি বলেন, ''এরআগে অনেক সাংবাদিক পছন্দের চরিত্র নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। তখন আমি বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্রে অভিনয় করতে চাই। ‘শাস্তি’ সিনেমার মতো চরিত্রে অভিনয় করার জন্য আমি মুখিয়ে ছিলাম। এবার সেটি পূর্ণ হচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করেতে চাই।”

পরীমণি আরও বলেন, ‘ইদানিং যে কাজগুলো করছি, সেখানে হিরোইন নাই। আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি তখন তাদের আবার ঠিকঠাক পাওয়া যায় না। নানা প্রতিবন্ধকতার মাঝে কাজটাকে ফোকাস করে এগিয়ে যাচ্ছি। তবে শুধু বাণিজ্যিক সিনেমা বা ল্যাহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না, দিন শেষে দর্শকের মাঝে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটা চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’ সিনেমার মাধ্যমে সেটি পূর্ণ হবে।”

চঞ্চল চৌধুরী বলেন, ‘‘অন্য কোন দিকে আমরা কতটা এগিয়ে গেছি তা বলতে পারব না। তবে সিনেমা ওটিটিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। আশা করি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আমাদের ‘শাস্তি’ সিনেমা।”

চঞ্চলের কথায়, ‘এই সিনেমা আমার কাছে একটু বিশেষ। কারণ, এর আগে আমি কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করিনি। এবার সুযোগ এসেছে তাই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাই।’ 

নির্মাতা লীসা গাজী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। মূল গল্প থেকে হয়তো অনেক শাখা-প্রশাখা বেরিয়েছে। গল্প থেকে আমরা বীজটা নিয়েছি। ‘শাস্তি’ সিনেমা দেখতে গিয়ে কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটা চান সেটি কিন্তু হবে না। আমাদের গল্পটা রূপান্তর।”

তিনি বলেন, “শাস্তি’ সিনেমার চিত্রনাট্য আমরা তিনজন মিলে লিখেছি। এখনও কিছু করিনি। আরও পরিবর্তন হবে। আপাতত সিনেমার শিল্পীদের জানান দেওয়া হলো। এই গল্পের জন্য চঞ্চল চৌধুরী, পরীমণিসহ কয়েকজনকে উপযুক্ত মনে হয়েছে। তাদের নিয়ে সিনেমার কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের