আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

Radio Today News

আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা

প্রকাশিত: ১৫:০৩, ১৮ জানুয়ারি ২০২৬

Google News
আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁট কাটা হিসেবে পরিচিত। যাকে তাকে যখন তখন কথার বাণে জর্জরিত করেন তিনি। এবার ঘৃণ্য মানুষ বলে বিদ্ধ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। 

রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান। 

তার এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন কঙ্গনা। 

অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার চেয়ে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

কঙ্গনা স্পষ্ট জানান, এ আর রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং তিনি নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না। 

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। 

বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের