অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায় নায়িকার

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায় নায়িকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৩, ১৭ জানুয়ারি ২০২৬

Google News
অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায় নায়িকার

স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’-এ অভিনয়ের সময় শারীরিক চোট পেয়েছিলেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। শুটিং চলাকালে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছেন চারবারের এমি মনোনীত এই অভিনেত্রী।

সম্প্রতি দ্য র‍্যাপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া জানান, সিরিজে ‘বিয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল ঘনিষ্ঠ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে বিয়া এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি তথ্য সংগ্রহের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘একটানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছিলাম। সেদিনই পাঁজরের হাড়ে ব্যথা অনুভব করি।’

সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের—সেই কারণেই এমনটা হয়েছে।

এমিলিয়া আরও জানান, চিকিৎসকের কাছে গিয়ে তাঁকে ব্যাখ্যা করতে হয়েছিল যে ঘনিষ্ট দৃশ্যের শুটিংয়ের সময়ই এই আঘাত লেগেছে। পরে অবশ্য তিনি স্পষ্ট করেন, পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা স্থানচ্যুত হয়েছিল।

‘পোনিজ’ সিরিজের কাহিনিতে দেখা যায়, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কর্মরত বিয়া ও টুইলা। স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর তাঁরা দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে বিপজ্জনক গোপন অভিযানে জড়িয়ে পড়েন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের