শেরপুর জেলায় অভিযান চালিয়ে ১৩শ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক ও তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোকসেদপুর, নয়াপাড়া এলাকায় চেক পোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়। আজ দুপুরে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর সদরের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসালে বিদেশি মদ বহন করা ট্রাক সিগন্যাল দেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮)ও মো. নুরুল আমিন (৩৪) পালানোর চেষ্টা করে।
এসময় তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে, তারা ট্রাকে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১৩শ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। আটককৃত সবাই ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

