ট্রান্সকমের সিমিনসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

Radio Today News

ট্রান্সকমের সিমিনসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৮, ২১ জানুয়ারি ২০২৬

Google News
ট্রান্সকমের সিমিনসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে তারা হলেন, লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান ও ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত ছয় আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন।

পরে তাদের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে সিমিন রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।           

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের