ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ সময়ে সেখান থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জোটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেছেন, ‘কথাবার্তা চলছে।
দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলার পর বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবার এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লেবার পার্টি। দলটি থেকে ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমে বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানব।’
দলীয় সূত্রে জানা গেছে, যদি বাংলাদেশ লেবার পার্টি ১০ দলীয় নির্বাচনী জোটে যুক্ত হয় তাহলে দু-এক দিনের মধ্যে ঘোষণা আসবে।
গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজ দুটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল... আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরো একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।
যদিও তিনি তার বক্তৃতায় বলেননি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে।
রেডিওটুডে নিউজ/আনাম

