চট্টগ্রামে পা রাখলেন তারেক রহমান, রোববার চার জেলায় জনসভা

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

Radio Today News

চট্টগ্রামে পা রাখলেন তারেক রহমান, রোববার চার জেলায় জনসভা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ২৪ জানুয়ারি ২০২৬

Google News
চট্টগ্রামে পা রাখলেন তারেক রহমান, রোববার চার জেলায় জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে দীর্ঘ ২০ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সংলগ্ন জেলাগুলোতে উৎসবের আমেজ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। ২০ বছর পর তাঁর এই সফর ঘিরে বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসমুদ্র সৃষ্টি হয়।

বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সন্ধ্যা সোয়া ৭টায় তিনি চট্টগ্রামে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত সেই লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে নগরীর হোটেল র‍্যাডিসন ব্লু বে-ভিউ’র উদ্দেশে রওনা হন। পথে পতেঙ্গা সৈকত থেকে লালখান বাজার পর্যন্ত হাজার হাজার মানুষ তাঁকে একনজর দেখার জন্য ভিড় জমান। তারেক রহমানও বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন।

রোববার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১২ সালে এই মাঠে সবশেষ জনসভা করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৪ বছর পর একই মাঠে তাঁর সন্তান তারেক রহমান দলের প্রধান হিসেবে বক্তব্য দেবেন। তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় চট্টগ্রাম এসেছিলেন।

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, রোববার তারেক রহমান অত্যন্ত ব্যস্ত সূচি পার করবেন। চট্টগ্রাম ছাড়াও আরও তিনটি জেলায় তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এসব হলো- সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ এবং বিকেল চারটায় ফেনী পাইলট স্কুল খেলার মাঠে তারেক রহমানের ভাষণ দেয়ার কথা রয়েছে।

অন্যদিকে, দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লা যাচ্ছেন তিনি। সেখানে তিনটি জনসভা করবেন—বিকেল সাড়ে পাঁচটায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সন্ধ্যা সাতটায় সদর দক্ষিণের সুয়াগাজী ডিগবাজি মাঠ এবং সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এছাড়া, ঢাকা ফেরার পথে রাত সাড়ে ১১টাঙ নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেবেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। প্রথম ধাপে সাতটি জেলায় সমাবেশ শেষে রোববার তিনি দ্বিতীয় ধাপের প্রচার শুরু করলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করার পর দলীয় প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সফর উপলক্ষ্যে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। বিএনপি নেতা-কর্মীদের মতে, তারেক রহমানের এই সফর দক্ষিণাঞ্চলের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের