চাঁদে প্রাকৃতিক কার্বন ন্যানোটিউব পেয়েছে চীনের ছাং’এ-৬

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

Radio Today News

চাঁদে প্রাকৃতিক কার্বন ন্যানোটিউব পেয়েছে চীনের ছাং’এ-৬

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ২৪ জানুয়ারি ২০২৬

Google News
চাঁদে প্রাকৃতিক কার্বন ন্যানোটিউব পেয়েছে চীনের ছাং’এ-৬

চীন প্রথমবারের মতো চাঁদে প্রাকৃতিকভাবে বিদ্যমান সিঙ্গেল-ওয়ালড কার্বন ন্যানোটিউব ও গ্রাফাইটিক কার্বনের অস্তিত্ব নিশ্চিত করেছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

চিলিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যানো লেটারস-এ প্রকাশিত হয়েছে এর বিস্তারিত।

উপাদানগুলো চাঁদের অন্ধকার পৃষ্ঠ থেকে সংগ্রহ করা ছাং’এ–৬ মিশনের নমুনায় পাওয়া গেছে। গবেষকদের মতে, এ আবিষ্কারে ইঙ্গিত পাওয়া গেছে যে, চাঁদের দূর পৃষ্ঠ কাছের পৃষ্ঠের তুলনায় ভূতাত্ত্বিকভাবে বেশি সক্রিয়।

গবেষণায় বলা হয়েছে, ক্ষুদ্রাকৃতির গ্রহাণুর আঘাত, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং সৌরঝড়ের প্রভাবে চরম পরিবেশে আয়রন-ক্যাটলাইজড প্রক্রিয়ার মাধ্যমে এসব কার্বন ন্যানোটিউব তৈরি হয়েছে।

ছাং’এ ৬-এর নমুনার সঙ্গে চাঁদের নিকট পৃষ্ঠ থেকে ছাং’এ–৫ মিশনে পাওয়া নমুনা তুলনা করে দেখা যায়, দূর পৃষ্ঠের কার্বন গঠনে তুলনামূলকভাবে বেশি ত্রুটি রয়েছে। গবেষকদের ধারণা, দূর পৃষ্ঠে ক্ষুদ্র গ্রহাণুর আঘাত বেশি হওয়ায় এই পার্থক্য তৈরি হয়েছে।

গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার কার্বন বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এবং ভবিষ্যতে উন্নত কৃত্রিম উপাদান তৈরির পথও দেখাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের