চোখের ভেতর সূক্ষ্ম অস্ত্রোপচারের জন্য একটি স্বয়ংক্রিয় রোবটিক সিস্টেম তৈরি করেছেন চীনা গবেষকরা। এই রোবট মানব চোখের সীমিত পরিসরে অত্যন্ত নিখুঁতভাবে ইনজেকশন দিতে সক্ষম, যা রেটিনাজনিত জটিল রোগের চিকিৎসায় নিরাপত্তা ও নির্ভুলতা বাড়াতে পারে।
চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব অটোমেশনের একদল গবেষক রোবটটি তৈরি করেন। সম্প্রতি সায়েন্স রোবটিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, প্রাণীর ওপর পরীক্ষায় এই রোবট সাবরেটিনাল ও রক্তনালির ভেতরের ইনজেকশন প্রয়োগে শতভাগ সফলতা পেয়েছে।
নতুন এই সিস্টেমে থ্রিডি স্পেশাল পারসেপশন, সূক্ষ্ম অবস্থান নির্ধারণ এবং ট্রাজেক্টরি কন্ট্রোল অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, চোখ ও প্রাণীর চোখে পরিচালিত অস্ত্রোপচারে এই স্বয়ংক্রিয় রোবট মানুষের হাতে করা সার্জারির তুলনায় গড় অবস্থানগত ত্রুটি ৮০ শতাংশ কমিয়েছে। পাশাপাশি, সার্জন-নিয়ন্ত্রিত রোবটিক সার্জারির তুলনায় ত্রুটি কমেছে প্রায় ৫৫ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

