চোখের সার্জারি রোবট বানাল চীন

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

Radio Today News

চোখের সার্জারি রোবট বানাল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৪, ২৪ জানুয়ারি ২০২৬

Google News
চোখের সার্জারি রোবট বানাল চীন

চোখের ভেতর সূক্ষ্ম অস্ত্রোপচারের জন্য একটি স্বয়ংক্রিয় রোবটিক সিস্টেম তৈরি করেছেন চীনা গবেষকরা। এই রোবট মানব চোখের সীমিত পরিসরে অত্যন্ত নিখুঁতভাবে ইনজেকশন দিতে সক্ষম, যা রেটিনাজনিত জটিল রোগের চিকিৎসায় নিরাপত্তা ও নির্ভুলতা বাড়াতে পারে।

চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব অটোমেশনের একদল গবেষক রোবটটি তৈরি করেন। সম্প্রতি সায়েন্স রোবটিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, প্রাণীর ওপর পরীক্ষায় এই রোবট সাবরেটিনাল ও রক্তনালির ভেতরের ইনজেকশন প্রয়োগে শতভাগ সফলতা পেয়েছে।

নতুন এই সিস্টেমে থ্রিডি স্পেশাল পারসেপশন, সূক্ষ্ম অবস্থান নির্ধারণ এবং ট্রাজেক্টরি কন্ট্রোল অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, চোখ ও প্রাণীর চোখে পরিচালিত অস্ত্রোপচারে এই স্বয়ংক্রিয় রোবট মানুষের হাতে করা সার্জারির তুলনায় গড় অবস্থানগত ত্রুটি ৮০ শতাংশ কমিয়েছে। পাশাপাশি, সার্জন-নিয়ন্ত্রিত রোবটিক সার্জারির তুলনায় ত্রুটি কমেছে প্রায় ৫৫ শতাংশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের