হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পেছনে বিএনপিকে, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুষছে এনসিপি।
কিন্তু এনসিপি নেতাদের এই অভিযোগকে অস্বীকার করে মির্জা আব্বাস আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "নির্বাচন ভণ্ডুল করার জন্য যারা চেষ্টা করছে, এটা তাদেরই কাজ। আমাদের কাজ না। নির্বাচন আমাদের আকাঙ্খিত ফসল। আমরা আদায় করেছি আন্দোলন করে।"
"সুতরাং, নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নেই। আমি সকাল ১০টা থেকে প্রচারণা চালাচ্ছি, কোথায় কী ঘটতেছে বাংলাদেশে, আমার কাছে কোনো খবর নাই। আমি আমার এলাকা নিয়ে আছি।"
মির্জা আব্বাসের সমর্থকদের বিরুদ্ধে এনসিপি'র নেতা-কর্মীকে আক্রমণ করার যে অভিযোগ উঠছে, সেটিকে সম্পূর্ণভাবে "মিথ্যা কথা" উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেছেন, "আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করি। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপজিট প্রার্থীর ওপর হামলা করে নাই। কোনো রেকর্ড নাই। এগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে। তবে ওরা উস্কানি দিচ্ছে, যাতে হামলা করা হয়।"
বাসস-এর আরেকটি খবরে মির্জা আব্বাসকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, ''চাঁদাবাজির তকমা লাগিয়ে নির্বাচন করা যাবে না। যারা এসব অভিযোগ তুলছে, প্রকৃত চাঁদাবাজি তারাই করছে। তাহলে চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে না কেন? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে''।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মালিবাগের গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় আক্ষেপ করে বলেন, ''আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি আমার দোষ। এটাকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কোথায় কী হয়ে যায়, সব দোষ যেন আমারই''।
রেডিওটুডে নিউজ/আনাম

