ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে ঢাবির নিন্দা-প্রতিবাদ

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে ঢাবির নিন্দা-প্রতিবাদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৯, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:১০, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে ঢাবির নিন্দা-প্রতিবাদ

ইসলামী ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় আসার আগে সেটি ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিলো’ বলে জামায়াতে ইসলামীর এক নেতার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই নেতা দলটির বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।

শনিবার রাতে বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি।

মি. আহসান বলেন, “ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিলো, যে ডাকসু বেশ্যাখানা ছিলো সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজি, সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ওই নেতার বক্তব্যকে "কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে" হিসেবে উল্লেখ করা হয়েছে।

"বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে" বিবৃতিতে বলেছে ঢাবি।

অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসাথে এ ধরনের "অর্বাচীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য" সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের