বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৯, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার ঢাকা-৬ আসনের জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তবে কোন দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেটি উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, “আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পারছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তখন আমাদের আভ্যন্তরীন ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীন বিষয়ে আর নাক গলাতে আসবেন না।”

এখন আর বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তিনি।

বিভিন্ন দেশের সাথে সম্পর্কের বিষয় উল্লেখ করে মি. রহমান বলেন, “সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। কাউকে প্রভু মানবো না। সবাইকে বন্ধু মানতে রাজী আছি। বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজী আছি। শর্ত একটা এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এ জাতি কারো কাছে মাথা নত করবে না।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের