স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব: তারেক রহমান

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
স্টুডেন্ট লোন চালু ও ব্যাংক ঋণের জটিলতা দূর করব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল। সব আইন পরিবর্তন করা যাবে না, কিন্তু সহজীকরণ করা যাবে। বাংলাদেশের তরুণেরা অনেকেই বিদেশে পড়ালেখা করতে যেতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারে না। এজন্য স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা আছে বিএনপির।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সামনে নিজের পরিকল্পনা তুলে ধরে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানে তারেক রহমানকে অংশ গ্রহণকারীরা প্রশ্ন করেন।

আগের সরকারের আমলে কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। আগামীর সরকার এই বিষয়টি গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে বিএনপির।

চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চান এক শিক্ষার্থী। জবাবে তারেক রহমান জানান, এই বিষয়টিকে দুইভাবে দেখে বিএনপি। একটা প্রফেশনাল ক্রিমিনাল আরেকটি সিজেনাল ক্রিমিনাল। সরকার যখন প্রশাসনকে ম্যাসেজ দেবে সন্ত্রাস ও দুর্নীতি কোনোটায় সরকার সহ্য করবে না। সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ ক্রাইম ও করাপশন কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।’

এক কথায় বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের