আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বিকেল পাঁচটার পরে ভালুকা বাসস্ট্যান্ড ও হবিরবাড়ি এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে।
তবে রাত দশটায় ভালুকা থানার পুলিশ বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সংঘর্ষ কিছুক্ষণ আগে থেমেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভালুকা উপজেলার স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত হওয়া মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন তার সমর্থকরা।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর সমর্থকরা তাদের বাধা দেয়।
তাদের হামলায় বহিষ্কৃত বিএনপি নেতা মি. আলমের একজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এই খবর ছড়িয়ে পড়ার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

