চীন এখন বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং নেটওয়ার্ক পরিচালনা করছে। এতে ৪ কোটির বেশি নতুন জ্বালানির গাড়ির চার্জিং চাহিদা পূরণ হচ্ছে। বুধবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ)।
এনইএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চীনে মোট ইভি চার্জিং স্টেশন দাঁড়িয়েছে ২ কোটি ৯ হাজার ২০০টিতে। ২০২৫ সালে চার্জিং অবকাঠামোর সম্প্রসারণ ছিল বেশ দ্রুত। ১৮ মাসেই এই সংখ্যা ১ কোটি থেকে বেড়ে ২ কোটিতে পৌঁছায়।
প্রতিটি পাবলিক ইভি চার্জিং স্থাপনার গড় বিদ্যুৎক্ষমতা বেড়ে হয়েছে ৪৬.৫ কিলোওয়াট, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
এ ছাড়া, চীনের এক্সপ্রেসওয়ে সার্ভিস এরিয়াগুলোর ৯৮ শতাংশের বেশি স্থানে ৭১ হাজার ৫০০টি চার্জিং পাইল স্থাপন করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

