কার্যক্রম নিষিদ্ধ এই দলটির মেহেরপুর জেলার সদস্য এবং মহাজনপুর ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন মি. মোস্তফা।
শনিবার দিবাগত রাত প্রায় তিনটায় কারাগারেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে সকালে সাতটায় সেখানকার চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার মো. আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ট্রোক করেছিলেন।”
মি. মোস্তফাকে গত বছরের ডিসেম্বরে হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনের দুইটি মামলায় গ্রেফতার করা হয়েছিলো।
রেডিওটুডে নিউজ/আনাম

