১২ই ফেব্রুয়ারি, ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে সতর্ক থাকতে হবে। আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তার ভাষায়, "সকলকে সাথে নিয়ে ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। আর ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না, (ভোটকেন্দ্রে) থাকতে হবে, কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।"
তার এই বক্তব্যের ব্যাখ্যা তিনি নিজেই দেন। তার মতে, বহু বছর হয়ে গেছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি।
"এর আগে বিভিন্ন জন আমাদের ভোট লুটপাট করে নিয়ে গেছ। তাই আমাদের সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে?"
তার এই প্রশ্নের উত্তরে হ্যাঁসূচক ধ্বনি ভেসে আসে উপস্থিত জনতার দিক থেকে।
এসময় তিনি শুধু মুসলিমদের উদ্দেশ্যেই না, অন্য ধর্মের, এমনকি অন্য সংস্কৃতির ভোটারদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো এবং ২০২৪ সালের আন্দোলনেও জাত-পাত বিচার না করে সবাই "সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।"
তাই, এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও "ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে থাকতে হবে।"
রেডিওটুডে নিউজ/আনাম

