ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা প্যাকেজ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই প্যাকেজের আওতায় মোবাইল নেটওয়ার্কে সরবরাহ শৃঙ্খল ‘ডি-রিস্কিং’-এর কথা বলা হয়েছে, যা কার্যত চীনকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন বলেন, ইউরোপে কার্যরত চীনা কোম্পানিগুলো কখনোই কোনো নিরাপত্তা হুমকি নয়। তারা দীর্ঘদিন ধরে ইউরোপে আইন মেনে ব্যবসা করছে এবং ইইউর টেলিকম ও ডিজিটাল খাতে মানসম্মত সেবা দিয়ে আসছে।
তিনি বলেন, প্রমাণ ছাড়াই এবং অ-প্রযুক্তিগত মানদণ্ডের ভিত্তিতে কোনো কোম্পানিকে জোরপূর্বক বাজার থেকে সীমিত বা নিষিদ্ধ করা বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতির গুরুতর লঙ্ঘন।
চীনা মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় কমিশন ডিজিটাল নেটওয়ার্ক খাতে চীন-ইইউ সহযোগিতার শক্ত ভিত্তি ও সম্ভাবনাকে উপেক্ষা করে নিরাপত্তার অজুহাতে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে।
তার মতে, এ ধরনের পদক্ষেপ ইইউর প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি উন্মুক্ত বাজার হিসেবে ইইউর সুনাম ক্ষুণ্ন করবে।
কুয়ো বলেন, চীন আশা করে ইইউ এ ধরনের সুরক্ষাবাদী ভুল পথ পরিহার করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

