পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৪, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

শীতলীকরণ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। এটি কম কার্বন নিঃসরণ, উচ্চ শীতলীকরণ ক্ষমতা এবং দ্রুত তাপ আদান-প্রদানের সুযোগ তৈরি করতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক জার্নাল নেচারে প্রকাশ হয়েছে এ গবেষণার বৃত্তান্ত।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেটাল রিসার্চের অধ্যাপক লি বিংয়ের নেতৃত্বে গবেষক দলটি একটি নতুন ‘ডিজল্যুশন ব্যারোক্যালোরিক ইফেক্ট’ আবিষ্কার করেন। এতে বিশেষ এক ধরনের লবণ দ্রবণে চাপ প্রয়োগ করলে তাপ নির্গত হয় এবং চাপ কমালে দ্রবণ দ্রুত ঠান্ডা হয়ে প্রচুর তাপ শোষণ করে।

গবেষকদের মতে, মাত্র ২০ সেকেন্ডে এই দ্রবণের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যা বিদ্যমান সলিড-স্টেট কুলিং উপকরণের তুলনায় অনেক বেশি কার্যকর।

একই তরল মাধ্যমে শীতলীকরণ ও তাপ পরিবহন—দুটো কাজই হয়। এতে কম কার্বন নিঃসরণ ও উচ্চ দক্ষতা নিশ্চিত করা সম্ভব হয়। সিমুলেশনে দেখা গেছে, একবারের চক্রে প্রতি গ্রাম দ্রবণ থেকে ৬৭ জুল তাপ শোষণ সম্ভব। 

গবেষণায় আরও বলা হয়, প্রচলিত ভেপার-কমপ্রেশন কুলিং প্রযুক্তিটি চীনের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ২০ শতাংশ এবং কার্বন নিঃসরণের প্রায় ৭ দশমিক ৮ শতাংশের জন্য দায়ী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের