আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৯৪৮ সালে অবসর নেন স্যার ডন ব্র্যাডমান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ঘরে যা ছিল ডনের শেষ সিরিজ। ওই সিরিজে তিনি যে ক্যাপটি পরেছিলেন সোমবার তা নিলামে বিক্রি হয়েছে। ডন ব্র্যাডমানের ঐতিহাসিক ব্যাগি গ্রিনটি ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের শহর গোল্ড কোস্টে লয়েডস এই নিলামের আয়োজন করেছিল। নিলামে ক্যাপটি কিনেছেন পরিচয় না জানানো এক ব্যক্তি। ক্যাপটির মালিকানা এতোদিন ছিল ভারতীয় ক্রিকেটার এসডব্লিউ সোহনি বা রাঙ্গা সোহনির। ৭৫ বছর ক্যাপটি তার পরিবারের কাছে ছিল। কখনো জনসাধারণের দেখার জন্য উন্মুক্তও করেননি।
এমনকি সোহনির পরিবারের সদস্যদেরও ক্যাপটি দেখার জন্য শর্ত ছিল। বয়স অন্তত ১৬ বছর না হলে এই ব্যাগি গ্রিন দেখার সৌভাগ্য হতো না সোহনির একান্ত আপনজনেরও। আর দেখার সুযোগ হলেও সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য। ব্যাগি গ্রিনের নিলামেও একটি শর্ত ছিল। ক্যাপটি যেই কিনুক যেন অস্ট্রেলিয়াতে থাকে এমনটাই চেয়েছিলেন তিনি।
নিলামের শুরুতে লয়েডস অকশনিয়ার্সের প্রধান নিলাম পরিচালনাকারী এটাকে ‘হলি গ্রেইল’ অ্যাখ্যা দেন। জানিয়ে দেন সোহনির শেষ ইচ্ছা, ‘ক্যাপটি আবার অস্ট্রেলিয়ায় ফিরুক’ শর্তের কথা। সোহনির চাওয়া মতো ক্যাপটি অস্ট্রেলিয়াতেই থাকবে এবং বিখ্যাত কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হবে। এতে ডন ব্র্যাডমানের মতো নাম লেখা থাকবে এসডব্লিউ সোহনিরও।
ডন ব্র্যাডম্যানের মোট ব্যাগি ক্রিনের সংখ্যা ১১টি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট খেললেও সিরিজ খেলেছেন ১১টি। তখন প্রতি সিরিজে একটি করে ক্যাপ দেওয়া হতো। পরবর্তীতে ব্যাগি গ্রিনের সম্মানে অনেক ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে এক ক্যাপে খেলতে পছন্দ করেন। ডনের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে ৪ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তার শেষ ব্যাগি গ্রিনটি ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়। ২০০৮ সালে যা ৪ লাখ ডলারে হাতবদল হয়েছিল।
রেডিওটুডে নিউজ/আনাম

