চাঁদা দাবিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

Radio Today News

চাঁদা দাবিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৬, ২৬ জানুয়ারি ২০২৬

Google News
চাঁদা দাবিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

নরসিংদীতে পিকনিক থেকে ফেরার পথে সাংবাদিকদের গাড়ি রাস্তার পাশে পার্কিং করায় চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। কিন্তু সাংবাদিকরা তা দিতে না চাইলে তাদের ওপর হামলা করা হয়। এতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজসহ সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাস চালক ও সহকারী।

সাংবাদিক এসএম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ক্র্যাবের ফ্যামেলি ডে শেষে সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল দুর্বৃত্ত রাস্তার পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় টাকা দাবি করেন। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হামলা চালায়। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুই জনকে আটক করে থানায় নিয়ে গেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের