গাজীপুরের পূবাইলে দুই শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। আজ সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া রেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশুসন্তানের নাম জানা যায়নি।কী কারণে ওই নারী আত্মহননের পথ বেছে নিয়েছেন তা জানা যায়নি।
স্থানীয় রেল ক্রসিংয়ের গেটম্যান সাত্তার জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া এলাকায় দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন মালা বেগম। এ সময় গেটম্যান তাদের রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ডাকাডাকি করেন। ট্রেন দেখে ওই নারীর দুই মেয়ে সরে যেতে চাইলেও তিনি তাদের নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন।
এ সময় ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূবাইল থানা পুলিশ। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা যাচ্ছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

