দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

সোমবার,

২৬ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

সোমবার,

২৬ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

Radio Today News

দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৫, ২৬ জানুয়ারি ২০২৬

Google News
দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, "যারা দ্বৈত নাগরিক কোনোভাবেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হলে এবং পরবর্তীতে যদি সেটি ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। তাদের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে।"

ঋণখেলাপিদের বিষয়ে ইসি বলেন, "ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। ঋণখেলাপিরা নির্বাচনের সময় ব্যাংকের সাথে যোগাযোগ করে ঋণ রিশিডিউল করেন। রিশিডিউল অনুযায়ী তিনি বৈধতা পান, কিন্তু পরে কোনো টাকা দেন না। নির্বাচনের পরে এ ধরনের অযোগ্যতা দেখা গেলে সেটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের