খুলনায় আজ জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

খুলনায় আজ জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২০, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:২২, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
খুলনায় আজ জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ) খুলনা যাচ্ছেন। দুপুর সাড়ে ৩টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। ইতোমধ্যেই মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে  ঢাকা থেকে হেলিকপ্টারে যশোর পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। 

পরে তিনি সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষন দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন। 

বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা  মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের