মোমো কারখানায় আগুনে পুড়ে আট জনের মৃত্যু, নিখোঁজ ১৪

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

মোমো কারখানায় আগুনে পুড়ে আট জনের মৃত্যু, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
মোমো কারখানায় আগুনে পুড়ে আট জনের মৃত্যু, নিখোঁজ ১৪

দক্ষিণ পূর্ব কলকাতায় একটি মোমো তৈরির কারখানা আর সংলগ্ন গুদামে সোমবার ভোররাতে আগুন লাগার পরে মঙ্গলবার দুপুরেও তা পুরোপুরি নেভানো যায়নি। ওই ঘটনায় এখন পর্যন্ত আটজনের দেহাংশ উদ্ধার করা গেছে বলে দমকল সূত্রগুলো জানাচ্ছে।

এছাড়া আরও অন্তত ১৪-১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারগুলো দাবি করেছে। তাদের দাবি, নিখোঁজ ব্যক্তিরা আগুন লাগার সময়ে গুদাম আর কারখানাতেই ছিলেন। নিখোঁজদের অনেকেরই হয়ত আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সরকারিভাবে নিখোঁজদের সংখ্যা সম্বন্ধে কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দুপুরে এক্স হ্যান্ডেলে ১৪ জন নিখোঁজের একটি তালিকা দিয়েছেন।

দমকল কর্তৃপক্ষ বলছেন যে সোমবার ভোররাতে দক্ষিণ পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার একটি ডেকরেটার্সের গুদাম থেকে আগুন লাগে এবং দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে গুদাম লাগোয়া একটি খ্যাতনামা ব্র্যান্ডের মোমো কারখানায়। ডেকরেটারের গুদাম আর মোমো কারখানা – দুই জায়গাতেই প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল।

সংবাদ সংস্থা এএনআই এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে, যাদের দাবি যে তাদের পরিবারের সদস্য ওই গুদাম আর কারখানায় সোমবার রাতে ছিলেন।

উত্তম সাহা নামে এক ব্যক্তি বলেছেন যে তার বোনের স্বামী কৃষ্ণেন্দু সাহা নিখোঁজ রয়েছেন। তিনি ডেকারের গুদামে কাজ করতেন। বারবার ফোন করেও তা বন্ধ পেয়েছেন তারা।

মৌসুমি হালদার এএনআইকে জানিয়েছেন, “ভোর তিনটে নাগাদ আমার স্বামী ফোন করে বলেন যে আমি আর বাঁচব না, তোমাদের কাছে ফেরা হলো না"।

সোমবার সারাদিন রাত চেষ্টার করেও আগুন নেভানো যায়নি, মঙ্গলবার সকালেও ধিকি ধিকি আগুন জ্বলতে দেখা যাচ্ছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, “এখানে যে নির্মাণ ছিল, তা কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। রাতে গোডাউনের ভেতরে উত্তাপ ছিল অত্যধিক। সে কারণেই রাতে উদ্ধারকাজ শুরু করা যায়নি"।

ওই কারখানা আর গুদামে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের