ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ২৪৯ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের