একটি রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না: নাহিদ

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

Radio Today News

একটি রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না: নাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ২৯ জানুয়ারি ২০২৬

Google News
একটি রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না। সে জন্য আমরা গণ-অভ্যুত্থান করিনি।’ 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিত ইসলাম বলেন, ‘একটি দল লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’ 

বিএনপির নানা সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি সমর্থন প্রত্যাশা করেন। 

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ-অভ্যুত্থানের সব শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতারিত করবো।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহবায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের