ঢাকা-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটা গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন ২-৩ দিন লাগবে এমন প্রশ্নও তোলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সাথে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এদিন মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেন শাহবাগ এলাকায়। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন।
ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস এসময় বলেন, আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন।
মির্জা আব্বাস বলেন, একদল ছেলেপেলে এখন সকাল-দুপুর-সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।
পরে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটা বলো, আগামীতে কী করবা সেটা বলো। তুমি কোথা থেকে এসেছো আমার দেখার বিষয় না। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো, গুনাহ করো—এই কাজের দরকার তো নেই।
রেডিওটুডে নিউজ/আনাম

