জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

Radio Today News

 জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮, ২৯ জানুয়ারি ২০২৬

Google News
 জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত নেতার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে জামায়াতের দাবি, বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাদের ওপর দোষ চাপিয়েছে। এ ঘটনায় থানায় হয়েছে মামলাও।

বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। 

ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক  ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে ভিডিও ধারন করেন স্থানীয়রা।

ধারন করা ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি ৫০০ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন।

পরে এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদি কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন।

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একই দিন বিকেলে ভূঞাপুর প্রেস ক্লাবে জরুরি সাংবাাদিক সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

এই ঘটনায় বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি করেছেন।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মধ্যে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে তর্কে জড়ায়। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের