জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা: জামায়াত আমির

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

Radio Today News

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৩, ২৯ জানুয়ারি ২০২৬

Google News
জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা: জামায়াত আমির

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর 'মিরপুর-১০'-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জামায়াত আমির।

বাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি বলেছেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।

তিনি আরও বলেন, জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়। 

আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর 'ঢাকা-১৫' আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের