এবারের নির্বাচনে দেশের ভবিষ্যৎ ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাতে বগুড়ায় নির্বাচনি জনসভায় তিনি বলেন, গত ১৭ বছর শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত ছিল। লুটপাটের নামে দেশের সব কলকারখানা ধ্বংস করা হয়েছে। দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
সন্তানের ঘরে ফেরার অপেক্ষা ফুরালো প্রায় বছর কুড়ি পর। রাজনৈতিক নিপীড়নে দরুন দেশান্তরী হয়ে যে জীবন বেছে নিতে হয়েছিলো তারেক রহমানের, সে জীবনেও ছিলো মা ও মাটির ডাক। তারেক রহমান সেই ডাক শুনলেন বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে।
পরমাত্মীয়কে বরণ করতে ভোর থেকেই অপেক্ষা ছিলো বগুড়াবাসীর। এ অপেক্ষা শুধু নিজেদের সন্তানের জন্যই ছিলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের জন্যও অপেক্ষা ছিলো বগুড়া-৬ আসনের নেতাকর্মীদের।
রাত পৌনে ১২টায় তারেক রহমান মঞ্চে প্রবেশ করতেই আবেগ আর আনন্দের মিশ্রণ তৈরি হয় পুরো মাঠ জুড়ে। পিতৃভূমির সে মমতা ছুঁয়ে যায় তারেক রহমানকেও। বক্তব্যেও তাই নিজেকে পরিচয় করিয়ে দেন সন্তান হিসেবে। এলাকার ছেলে দাবি করে বগুড়া-৬ আসনে নিজের জন্য ভোটও চাইলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত ১৫ বছর। গত ১৫ বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশই সত্যিকারভাবে বঞ্চিত ছিল। এ নির্বাচন নিশ্চিত করবে আগামী দিনে এ দেশের মানুষের জবাবদিহিতামূলক সরকার তৈরি হবে কি হবে না। সেজন্য আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, এ নির্বাচনের ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এ নির্বাচন আমাদের দিক নির্দেশনা দেবে যে, আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। দেশকে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না।’
পুরো বক্তব্য জুড়েই ছিলো বগুড়ার স্মৃতিচারণ। সরকার গঠন করতে পারলে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ অন্যান্য ন্যায্য দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তিনি বলেন, ‘দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। এর মাধ্যমেই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
এর আগে বাদ মাগরিব নওগাঁর এটিএম মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন তারেক রহমান। নওগাঁর ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় একটি পক্ষ বিগত ১৭ বছর রাজপথে না থেকে গোপনে আঁতাত করে চলছিলো বলে অভিযোগ করেন তারেক রহমান।
নওগাঁর আগে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায়, ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প চালু ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার আশ্বাস দেন তিনি। অভিযোগ করেন, একটি মহল ভিতরে ভিতরে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

