জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

Radio Today News

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ৩০ জানুয়ারি ২০২৬

Google News
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ভাইস–চেয়ার নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এই দায়িত্ব পায়।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সদস্যরা সর্বসম্মতভাবে মরক্কো–কে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। একই সঙ্গে জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং বাংলাদেশ ভাইস–চেয়ার নির্বাচিত হয়।

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–আক্রান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করে। কমিশনটি ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থার প্রধান সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে।

বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করেছে।

এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০তম পিবিসি অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস–চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্বের জন্য কমিশনের সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের