সৌদিতে কর্মরত রোহিঙ্গার পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্র উপদেষ্টা

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

Radio Today News

সৌদিতে কর্মরত রোহিঙ্গার পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৯, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২১, ২৮ জানুয়ারি ২০২৬

Google News
সৌদিতে কর্মরত রোহিঙ্গার পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্র উপদেষ্টা

পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন-এ ধরনের অভিযোগ থাকলেও পাসপোর্টের মতো বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী এবং প্রত্যাবাসন ইস্যু বৃহত্তর পরিসরে বিবেচিত হচ্ছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তার শঙ্কার কথা বলে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ব্যাপারে উপদেষ্টাকে প্রশ্ন করা করে তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকদের পরিবারের মতো তাদেরও নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে শঙ্কার কিছু নেই।

যুক্তরাষ্ট্র ও চীন যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রতিযোগিতায়, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়। তৌহিদ হোসেনের বক্তব্য, গণমাধ্যম থেকে এ বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। 

চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ যে কোনো দেশের সহায়তা নিতে পারে। এতে অন্য কেউ আপত্তি তুললেও তাতে কিছু আসে যায় না।

এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বডড়ো ভাইকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগের বিষয়টি বলবৎ আছে বলে নিশ্চিত করেন তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের