দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কী উত্তর দেবেন?

সোমবার,

২৬ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

সোমবার,

২৬ জানুয়ারি ২০২৬,

১৩ মাঘ ১৪৩২

Radio Today News

ব্যারিস্টার শাহরিয়ার কবির

দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কী উত্তর দেবেন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৪, ২৬ জানুয়ারি ২০২৬

Google News
দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কী উত্তর দেবেন?

দ্বীনি মূল্যবোধ, আমানতদারিত্ব এবং নৈতিক রাজনীতির আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তিনি বলেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি একটি আমানত—যার জবাবদিহি একদিন আল্লাহর কাছেও করতে হবে।

নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নির্বাচনী সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, কোনো মানুষ কাউকে জান্নাতে নিতে পারবে না—শুধু আল্লাহই পারেন।কিন্তু কিয়ামতের দিন অন্তত যেন বলতে পারেন, ‘হে আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য আমি চেষ্টা করেছি।’

তিনি ভোটকে ধর্মীয় ও নৈতিক দায়িত্বের সঙ্গে তুলনা করে বলেন, যারা জনগণের কল্যাণে কাজ করবে না, তাদের হাতে ভোট তুলে দেওয়া আমানতের খেয়ানতের শামিল। ভোট হচ্ছে আমানত। যে এই আমানত নিয়ে কাজ করবে না, সে খেয়ানতকারী।

ন্যায়ভিত্তিক নেতৃত্বের আহ্বান জানিয়ে শাহরিয়ার কবির বলেন, আমরা ব্যক্তি বিশেষের পক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে। এমন লোক চাই, যার কাছে ঘুষ দিতে হবে না, তদবির করতে হবে না। অন্তত তার কাছে গিয়ে বলা যাবে—ভাই, কাজটা করে দিন।

তিনি আরো বলেন, একজন জনপ্রতিনিধি কাজ করতে না পারলে অন্তত সৎভাবে কারণ জানাবেন—এটাই জনগণ চায়।যে কাজও করবে না, আবার দায়ও নেবে না—এমন লোক আমরা চাই না।

জামায়াত প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা ক্ষমতার গদি দখলের জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। দায়িত্ব নিলে আল্লাহর কাছে জবাবদিহির ভয় নিয়েই তারা রাজনীতি করতে চান।

গত বছরের রাজনৈতিক বাস্তবতার দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, ‘যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা কি সব প্রতিশ্রুতি রক্ষা করেছে? শুধু বংশ বা পরিচয় দিয়ে মানুষ ভালো প্রমাণিত হয় না—কাজই মানুষকে ভালো বা খারাপ হিসেবে চিহ্নিত করে।

তরুণদের মধ্যে মাদক সমস্যা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, তাদের দলে মাদক, চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যাবে না।আমরা কোনো অসৎ লোককে সমর্থন করিনি।

শাহরিয়ার কবির বলেন, আমরা নিজেরা ভোট চুরি করব না, কাউকে করতেও দেব না, ইনশাআল্লাহ। জয়-পরাজয়ের মালিক আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। সমাজ যেমন হবে, নেতৃত্বও তেমনই হবে। আমরা যদি নিজেদের ভালো মানুষ দাবি করি, তাহলে খারাপ নেতাকে কেন বেছে নেব?

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের