আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইসিসির নেওয়া সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ইস্যুতে বোর্ডের নেয়া ‘নীতিগত অবস্থানের’ প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা।
রোববার লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে এক বিশেষ বৈঠকে বাবর আজম, শাহিন আফ্রিদিরা এই সংহতি প্রকাশ করেন। বৈঠকে অধিনায়ক সালমান আলী আগা, প্রধান কোচ মাইক হেসনসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে মহসিন নাকভি খেলোয়াড়দের আইসিসি ও বিসিবির মধ্যকার বিরোধের বিস্তারিত জানান। ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগকে আইসিসি যেভাবে উপেক্ষা করেছে, তাকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন নাকভি।
খেলোয়াড়রা বোর্ডের এই দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলেন, ক্রিকেটের মূল আদর্শ রক্ষায় বিসিবির পাশে দাঁড়ানো একটি ‘সঠিক ও ন্যায়সঙ্গত’ পদক্ষেপ।
বৈঠকে নাকভি বলেন, রাজনীতিতে জর্জরিত ক্রিকেট কারও স্বার্থেই নয়। বাংলাদেশ ক্রিকেটের একটি বড় অংশীদার হওয়া সত্ত্বেও তাদের প্রতি যে আচরণ করা হয়েছে, পাকিস্তান তার প্রতিবাদ জানিয়ে যাবে।
ভারতের ভেন্যু নিয়ে বিসিবির আপত্তির পর আইসিসি জানায়, তারা সেখানে কোনো 'বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি' পায়নি। এর প্রেক্ষিতেই তারা বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে। পিসিবি প্রধান মনে করেন, ক্রিকেটে এমন রাজনৈতিক হস্তক্ষেপ খেলার সৌন্দর্য নষ্ট করছে এবং আইসিসি একেক দেশের জন্য একেক রকম নীতি অনুসরণ করছে।
বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি এখন পুরোপুরি অনিশ্চিত এবং এটি এখন সে দেশের সরকারের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। জানা গেছে, এ বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাত করবেন মহসিন নাকভি। সরকারের সবুজ সংকেত পেলেই নিশ্চিত হওয়া যাবে পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশ নেবে কি না।
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, আমাদের খেলোয়াড়রা প্রতিভাবান এবং ভক্তরা আপনাদের কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করে। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

