কৃষকরা প্রণোদনা পায়না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে: কৃষি উপদেষ্টা

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

Radio Today News

কৃষকরা প্রণোদনা পায়না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে: কৃষি উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০১, ২৮ জানুয়ারি ২০২৬

Google News
কৃষকরা প্রণোদনা পায়না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে: কৃষি উপদেষ্টা

কৃষকরা অর্থনীতির মেরুদন্ড উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকরা প্রণোদনা পায়না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে। অথচ শিল্প কলকারখানা ঋণ নিলে, তাদের ঋণ পরিশোধে আমরা অনেক অংশ মওকুফ করে দেই। 

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার : আউটলুক ২০৫০ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এই কর্মশালাটি আয়োজন করে।

কৃষি উপদেষ্টা বলেন, কৃষকদের আমরা ভুলে যাই। এখানে সরকার, জনগণ কেউ আমরা তাদেরকে মনে রাখি না।  

তিনি বলেন, যুদ্ধ পরবর্তী জমি বেশি ছিল লোক সংখ্যা কম ছিল, এখন লোক বেশি জমির পরিমাণ কমে গেছে।  তবুও কিন্তু কৃষির উৎপাদন থেমে নেই, খাবারের সংস্থান হচ্ছে।

উপদেষ্টা বলেন, আমাদের বড় বড় সেমিনার হয় সেখানে কৃষকদের প্রতিনিধি আসে, জানিনা তারা কখনো মাঠে গিয়ে হাল ধরছেন কিনা। তবে মাঠে গিয়ে যারা কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত। তাদের অবদান সব থেকে বেশি।

তিনি কৃষি মন্ত্রণালয়ের  কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, যারা মাঠে চাষবাদ করে তাদের যেন উন্নতি হয়। তাদের জন্য আমরা ভুলে না যাই। কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না।

কৃষি উপদেষ্টা তার লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশে কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্যে "Transforming Bangladesh Agriculture: Outlook 2050" প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করা।

তিনি আরো বলেন,  এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহুর্ত, আমরা আমাদের দেশের কৃষি খাতের ভবিষ্যৎ গঠনের জন্য এই পরিকল্পনাটি প্রণয়ন করছি। আগামী ২৫ বছরে বাংলাদেশের কৃষির রূপান্তর আমাদের জীবনের মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা, এবং গ্রামীণ উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনার সফল বাস্তবায়ন শুধু কৃষি খাতের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য (সচিব), কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, ড. মনজুর হোসেন, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন এবং ড. জিয়াকুন শি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের