শীত শেষের দিকে হলেও ত্বকের শুষ্কতা এখনো অনেকেরই সমস্যা হয়ে রয়েছে। এই সময় ত্বকের যত্নে অনেকেই ভরসা রাখেন অলিভ অয়েল বা জলপাই তেলের ওপর।
প্রাচীন কাহিনিতে শোনা যায়, মিসরের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় নিয়মিত জলপাই তেল ব্যবহার করতেন। এই তেলে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা ত্বক ভালো রাখতে সহায়তা করে।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে জলপাই তেল
জলপাই তেলে আছে উপকারী ফ্যাটি এসিড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে নরম, মসৃণ ও টানটান। শুধু উজ্জ্বলতা বাড়ানোই নয়, ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতেও এই তেল কার্যকর।
নিয়মিত ব্যবহার করলে যেসব উপকার মিলতে পারে
ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে
ত্বকের দাগছোপ হালকা করতে সহায়ক
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করতে ভূমিকা রাখতে পারে
এই তেলে রয়েছে ভিটামিন ই ও পলিফেনলের মতো উপকারী উপাদান, যা ত্বকের জন্য ভালো।
এটি যেকোনো ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে বা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
কিভাবে ব্যবহার করবেন
ফেসপ্যাকের সঙ্গে : যেকোনো ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে মুখে লাগান। ১০–১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোসলের পানিতে : গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিলে পুরো শরীরের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে।
সিরামের মতো : খুব অল্প পরিমাণ হাতে নিয়ে হালকা চাপে মুখে ব্যবহার করতে পারেন, ঠিক সিরামের মতো।
নিয়মিত যত্নে ত্বক থাকবে কোমল, আর্দ্র আর স্বাভাবিক উজ্জ্বলতায় ভরা।
রেডিওটুডে নিউজ/আনাম

