জামায়াত নেতাদের গ্রেপ্তার করলে লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যাবে

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

Radio Today News

হারুনুর রশিদ

জামায়াত নেতাদের গ্রেপ্তার করলে লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৬, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:১৮, ২৮ জানুয়ারি ২০২৬

Google News
জামায়াত নেতাদের গ্রেপ্তার করলে লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যাবে

চব্বিশের ৫ আগস্টের পর যেসব অস্ত্রাগার লুট হয়েছে, জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করলে সেসব অস্ত্রের সন্ধান পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার নড়বড়ে অবস্থায় আছে। চাঁপাইনবাবগঞ্জেও অস্ত্রাগার লুট হয়েছিল। সেদিন আমি এ জেলাতেই ছিলাম।’

তিনি বলেন, ‘একদিকে এসপি অফিস ঘেরাও করে রাখা হয়, অন্যদিকে অস্ত্র লুট করা হয়। আমি নিশ্চিত, এসব কার্যক্রমে জামায়াতের কর্মীরা জড়িত। দেশে অস্থিরতা সৃষ্টি ও মব তৈরির উদ্দেশে তারা এসব অস্ত্র মজুত রেখেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমি প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীকে অনুরোধ জানাব তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে এসব অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের