দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬

Google News
দুই বাসের চাপায় প্রাণ গেল ব‍্যাংক কর্মচারীর

রাজধানীর বাড্ডা লিংক রোডে রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের দুটি বাসের মাঝখানে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম আজাদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি পরিবারসহ রাজধানীর খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিঙ্ক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিক্টর ও রাইদা পরিবহনের বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের