আজকের তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ডিজিটাল এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময়ে সৃজনশীল জীবনে উত্তরণের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘চাকরির প্রথা এসেছে দাস প্রথা থেকে, সৃজনশীল জীব হিসেবে মানুষকে এই নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন, খারাপ কাজে আমরা আমাদের সৃজনশীলতা ব্যবহার করছি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের কাছে কেউ কিছু চাইতে আসলে তাকে সন্দেহের চোখে দেখবেন, এদের জন্য যোগ্যরা বঞ্চিত হোন।’
রেডিওটুডে নিউজ/আনাম

