একটি দলের নেতারা দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬,

১৫ মাঘ ১৪৩২

Radio Today News

মাহদী আমিন

একটি দলের নেতারা দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ২৮ জানুয়ারি ২০২৬

Google News
একটি দলের নেতারা দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ

একটি নির্দিষ্ট দলের নেতারা পতিত ফ্যাসিবাদের মতো দুর্নীতি নিয়ে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সময়ের সরকারে ওই দলের দুইজন সদস্য ছিলো। ওই বিষয়ে আলোচনা না করে দলটি দ্বিচারিতা করছে বলেও মন্তব্য করেন মাহদী আমিন।

মাহদী আমিন আরও বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পরে আগের সরকারের দুর্নীতির স্কোরকে বিএনপির ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় দুর্নীতি স্কোর সম্মানজনক জায়গায় বিএনপি নিয়ে এসেছিলো বলেও জানান তিনি।

এসময় মাহদী আমিন আরও বলেন, প্রচারণা কাজের সময় ভোটারদের এনআইডি সংগ্রহের ইস্যুতে নির্বাচন কমিশনের সতর্কবার্তার উদ্যোগকে বিএনপি সাধুবাদ জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের