ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি, ওসি প্রত্যাহার

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬,

১৬ মাঘ ১৪৩২

Radio Today News

ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি, ওসি প্রত্যাহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

Google News
ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি, ওসি প্রত্যাহার

শেরপুরে বুধবার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

তিনি বলেন, “শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে।”

বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে 'নির্বাচনী ইশতেহার পাঠ' অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা যা এক পর্যায় সংঘাতে রূপ নেয়। এতে জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের