
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে, মস্কো সময় গতকাল (বুধবার), চায়না মিডিয়া গ্রুপ এবং অল-রাশিয়ান স্টেট টেলিভিশন এবং রেডিও ব্রোডকাস্টিং কোম্পানি যৌথভাবে চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের জন্য চীন-রাশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বার্তা শোনানো হয়।
চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাণী আমাদের খুব উত্সাহ দিয়েছে। যা সিএমজি এবং দু’দেশের গণমাধ্যম কর্মীদের চীন-রুশ মৈত্রী ও বিনিময় জোরদার করার চেষ্টার সর্বোচ্চ স্বীকৃতি। বর্তমান বিশ্বে বৃহদাকার এবং সবচেয়ে ব্যাপক অন্তর্ভুক্ত বহুমুখী আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, সিএমজি এক একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান দিয়ে দু’দেশের জনগণের বিনিময়ের সাংস্কৃতিক সেতু তৈরি করেছে, আরো ব্যাপক বিনিময় ও সহযোগিতা দিয়ে চীন ও রাশিয়ার নতুন যুগের সার্বিক কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণ করছে, আধিপত্য বিরোধী ন্যায্য কণ্ঠ প্রচার করছে।
রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং হান হুই বলেন, অভিন্ন ঐতিহাসিক স্মৃতি হলো চীন ও রাশিয়া সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। চীন রাশিয়ার বিভিন্ন মহলের সাথে, দু’দেশের নেতাদের নেতৃত্বে, অব্যাহতভাবে কৌশলগত সমন্বয় সম্প্রসারণ করবে, মানব ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করবে, যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে।
রেডিওটুডে নিউজ/আনাম