সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

আ. লীগ যদি ঝটিকা মিছিল করে, তবে সর্বোচ্চ বলপ্রয়োগ হবে: ডিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৬, ১১ মে ২০২৫

Google News
আ. লীগ যদি ঝটিকা মিছিল করে, তবে সর্বোচ্চ বলপ্রয়োগ হবে: ডিবি

আওয়ামী লীগ যদি ঝটিকা মিছিল করে তবে আইনের ভেতর থেকে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। রোববার (১১ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানান তিনি।

নাসিরুল বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে পিস্তল, গুলি, বোমা ও প্রাইভেটকার।

ডিবি জানায়, সম্প্রতি রাজধানী ও আশপাশের জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়, যারা দীর্ঘদিন বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো লোকের কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না। কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এসপিদের নির্দেশ দেয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের