
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাব জমা দিলেও কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে, তা সরকার এখনো প্রকাশ্যে আনেনি। তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখা এবং সময়ক্ষেপণ করে একটি গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের চেষ্টা চলছে, যা দেশের মানুষ কখনো মেনে নেবে না।’
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ‘গত ১০ মাসে দেশে প্রকৃতপক্ষে বিনিয়োগ কমেছে। অথচ বিনিয়োগের নামে দেশে এক ধরনের সার্কাস চলছে।’
তিনি বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া, স্থিতিশীল দেশ ছাড়া কেউ বিনিয়োগ করতে আগ্রহী নয়। বাংলাদেশে এখন যা চলছে, তা প্রকৃত বিনিয়োগবান্ধব পরিবেশ নয়।’
আওয়ামী লীগ সরকারের আমলে গর্তে লুকিয়ে থাকা ব্যক্তিরাই এখন সংস্কারের শিক্ষা দিচ্ছে—এমন মন্তব্য করে খসরু বলেন, যারা আজ সংস্কারের কথা বলছেন, তাদের অনেকেই একসময় হাসিনার শাসনামলে মুখ খোলার সাহস পেতেন না। তারা আজ কিসের সংস্কারের কথা বলছেন?
রেডিওটুডে নিউজ/আনাম