
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে যে সংবিধান, সেখানে ফ্যাসিবাদের আলামত বিদ্যমান। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়। এর নির্মূলে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
সোমবার (১২ মে) রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ নিষিদ্ধ পরবর্তী প্রতিক্রিয়ায় এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছি। কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের সাহস দেখিয়েছে। আওয়ামী লীগের দোসররা এখনো দেশ ছেড়ে পালায়। তাদের বিচার দৃশ্যমান হয়নি। এর তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে যারা অংশ নিয়েছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।
আখতার হোসেন বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।
তিনি, যেখানে আওয়ামী লীগের দোসরদের পাওয়া যাবে, সেখানে কোনো ছাড় নয়। ধরে পুলিশের কাছে দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেবেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে আমরা লাস্টবার হুঁশিয়ার করে দিচ্ছি, এবার যদি কোনো হেলাফেলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের যে হেলাফেলা রয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনারা মাথা নত করেন। আমরা কিন্তু আর যমুনার সামনে বসে থাকবো না। যমুনার ভেতরে যেতে বাধ্য হবো ইনশাল্লাহ।
রেডিওটুডে নিউজ/আনাম