বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫,

১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

‘ভুতের বেশে’ পার্লামেন্টে এমপি, বের করে দেওয়া হলো টেনে-হিঁচড়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১৫ মে ২০২৫

Google News
‘ভুতের বেশে’ পার্লামেন্টে এমপি, বের করে দেওয়া হলো টেনে-হিঁচড়ে

‘ভুতের বেশে’ পার্লামেন্টে ঢুকে প্রতিবাদ জানানো ইতালির বিরোধী দলীয় একজন এমপিকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। আরটি'র প্রতিবেদন অনুসারে, বুধবার (১৪ মে) পার্লামেন্ট অধিবেশন চলাকালে '+ইউরোপা' দলের সদস্য রিকার্ডো ম্যাগি ভূতের পোশাক পরে প্রতিবাদ জানান।

আগামী ৮ এবং ৯ জুন ইতালিতে পাঁচটি জাতীয় 'গণভোট' অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই এমপির ভাষ্য, এর মধ্য দিয়ে মূলত ভোটারদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে ক্ষমতাসীন সরকার।

গণভোটের গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশিদের জন্য ইতালির নাগরিকত্বের প্রয়োজনীয়তার সংশোধন এবং ২০১৫ সালের শ্রম সংস্কারের কিছু বিধান বাতিল করা। রিকার্ডো ম্যাগি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি-ডানপন্থী সরকারকে 'জনসাধারণের তদন্ত এড়াতে ইচ্ছাকৃতভাবে ভোটদানে বিরত থাকার প্রচারণা চালানো'র জন্য অভিযুক্ত করেন।

অনলাইনে শেয়ার করা ভিডিওতে রিকার্ডো ম্যাগিকে একটি সাদা চাদর পরা অবস্থায় দেখা যাচ্ছে। চোখের উপর 'ক্রস চিহ্নের' দাগ এবং কাপড়ে 'গণভোট' শব্দটি লেখা আছে। তিনি তার আসন থেকে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন।

এ অবস্থায় স্পিকার লরেঞ্জো ফন্টানা এমপিকে অধিবেশন থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে পাঁচ জন নিরাপত্তাকর্মী তাকে টেনে-হিঁচড়ে পার্লামেন্ট কক্ষ থেকে নিয়ে যান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের